Netgear Wireless Router সেট আপ দেবেন কিভাবে !
 Netgear Wireless Router সেট আপ দেবেন কিভাবে !


আমরা Wireless Router এর নাম সবাই শুনেছি। এই রাউটারগুলো অন্যান্য সাধারণ রাউটারের মতোই হয় শুধু পার্থক্য এর একটি Wireless access point থাকে যা সাধারণ রাউটারে থাকে না। সাধারণত এই ধরণের রাউইটার বাসা বা ছোট পরিসরের অফিসে Wi-Fi Hotspot তৈরি করতে ব্যবহৃত হয়। বাজারে অনেক ধরণের Wireless Router আছে। তবে এগুলোর মধ্যে সব থেকে জনপ্রিয় Wireless Router হচ্ছে ‘Netgear Wireless Router’। ব্যবহারে তুলনামূলকভাবে সহজ এবং সাশ্রয়ী দামের কারণে এই রাউটারটি এখন অনেকেরই একমাত্র পছন্দ হয়ে উঠেছে। কিন্তু সমস্যা হচ্ছে অনেকেই হয়তো জানেন না যে কিভাবে রাউটারটি সেট আপ দিতে হয়। আজকের এই পোষ্টে আমি কিভাবে Netgear Wireless Router সেট আপ দিতে হয় তা আলোচনা করব। কথা না বাড়িয়ে কাজে নামা যাক-

Netgear Wireless Router এর সাথে আপনি কিছু হার্ডওয়্যার ও কিছু সফটওয়্যার পাবেন; যেমন একটি AC adapter, একটি Blue Ethernet cable, একটি Setup disc। এছাড়াও আরও আনুষাঙ্গিক কিছু জিনিষ থাকে। Set up ডিস্কটিতে আছে Router এর জন্য একটি Smart Installation Wizard। Netgear Wireless Router সেট আপ দেয়ার দুইটি পদ্ধতি আছে; প্রথমটি হচ্ছে Smart Wizard Setup এবং অপরটি Manual Setup।

Smart installation Wizard এর মাধ্যমে সেট আপ দেয়া খুবই সহজ এর জন্য আপনাকে শুধু কয়েকটি ছোট কাজ করতে হবে-

    প্রথমে পিসিতে ডিস্ক insert করে Language অপশন Accept করুন। এবার Next বাটন প্রেস করুন।
    এখন আপনার সামনে Setup নামের একটি অপশন চলে আসবে। আপনার কাজ শুধু সেটা প্রেস করা। ব্যস !!! কাজ শেষ। এখন স্ক্রীনে কিছু Instruction বা Condition আসতে থাকবে। আপনার কাজ হবে সেগুলো অনুসরণ করে কিছু অপশন ক্লিক করা।

অনেক সময় Smart installation Wizard দিয়ে সেট আপ দেয়া না গেলে Manual Setup এর সাহায্য নিতে হয়। Manual Setup এর জন্য,

    প্রথমে Router কে ADSL (Broadband Modem) এর সাথে কানেক্ট করুন। ভালো মতো দেখুন রাউটারের পেছনে ADSL কানেক্ট করার জন্য একটি পোর্ট আছে।  তারপর সেটিকে আপনার পিসির সাথে কানেক্ট করুন। আপনার রাউটার এখন পিসির সাথে কানেক্টেড।

netgear-router-setup-answerglobe

    এবার আপনাকে রাউটারকে কনফিগার করতে হবে। কনফিগার করার জন্য ইন্টারনেট সংযোগ লাগবে। ইন্টারনেট চালু করে রাউটারের সেটিংসে যান তারপর ইন্সট্রাকশন অনুযায়ী কনফিগার করুন। ব্যস কাজ শেষ।

আপনার রাউটার পিসির সাথে কানেক্টেড হয়ে গেছে। এবার রাউটাররের মাধ্যমে Wi-Fi Hotspot তৈরি করতে হলে নীচের ধাপগুলো অনুসরণ করুন-

    পিসির Power Off করুন।
    এবার ADSL (Broadband Modem) আনপ্লাগ করুন।
    এবার আপনার Ethernet Cable (যা দিয়ে মডেম পিসির সাথে কানেক্ট থাকে) এর যে অংশ পিসির সাথে আছে সেটি খুলে ফেলুন।
    এবার Ethernet Cable টি রাউটারের ইন্টারনেটে পোর্টে কানেক্ট করুন।
    এবার যে Blue Cable টি আছে তা খুবই সতর্কতার সাথে আপনার রাউটারের LAN Port (LAN Port 1) এর সাথে যুক্ত করুন। Blue Cable এর অপর অংশটি পিসির Ethernet Port এর সাথে যুক্ত করুন।

netgear-router-connect-answerglobe

Wire কানেকশন দেয়া হয়ে গেলে এখন আপনি সবগুলো ডিভাইস ওপেন করুন (পিসি, রাউটার, মডেম)। এক্ষেত্রেও আপনাকে ধারাবাহিকভাবে একটা ক্রম অনুসরণ করতে হবে-

    প্রথমে DSL Modem ওপেন করুন। দুই মিনিট সময় নিন।
    এবার Wireless Router এর পাওয়ার কর্ড ও পাওয়ার আউটল্যাটে প্লাগ দিন। কিছুক্ষণ অপেক্ষা করুন।
    এখন পিসি ওপেন করুন।
    রাউটারের সিগন্যাল লাইটগুলো ভালো মতো লক্ষ্য করে দেখুন।

সব ঠিক থাকলে আপনাকে এবার রাউটারের সাথে আপনার পিসির কানেকশন তৈরি করতে পারেন। কানেকশন তৈরির জন্য হয় এই লিংকে যান- Netgear Log in নয়তো Netgear Router এর IP Address- 192.168.1.1আপনার ব্রাউজারের এ্যাড্রেস বারে লিখে এন্টার বাটন প্রেস করুন। আপনার সামনে একটা স্ক্রীন আসবে এই স্ক্রীনটি হলো Netgear Router এর লগ ইন করার একটি উইন্ডো। আপনি বেশ কিছু Field দেখবেন যেমন Username, Password ইত্যাদি; সেগুলো fill up করুন।

লগ ইন হয়ে গেলে Next প্রেস করুন। তারপর Done ক্লিক করুন। আপনার Wireless Router এখন Hotspot তৈরি করেছে।

Wireless Router এর প্রতিটা Light Signal বা Icon এর আলাদা আলাদা অর্থ আছে। এই জিনিষগুলো আপনার জানা দরকার-

    Power Icon রাউটারের Power নির্দেশ করে।
    Wireless icon, যেটা দেখতে অনেকটা ছোট হাতের ‘d’ এর মতোন, সেটা মূলত টার্ন অন করার নির্দেশনা দেয়।
    Internet Icon, দেখতে অনেকটা ছোট জ্বলন্ত ম্যাচের মতো, আপনার ইন্টারনেট সংযোগ নির্দেশ করে।
    LAN Icon, চার নাম্বার আইকন এটি। LAN সংযোগ নির্দেশ করতে এই আইকন ব্যবহার করা হয়।

আশা করি আপনাদের এই গাইডলাইনটি ভালো লেগেছে। তাহলে আর দেরি না করে উপরে বর্ণিত ধাপগুলোর মতোন আপনার Wireless Router সেট আপ দিয়ে কানেক্ট করুন। কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। পোষ্টটি ভালো লাগলে শেয়ার করবেন। বিদায় তাহলে।

Netgear Wireless Router সেট আপ দেবেন কিভাবে !



আমরা Wireless Router এর নাম সবাই শুনেছি। এই রাউটারগুলো অন্যান্য সাধারণ রাউটারের মতোই হয় শুধু পার্থক্য এর একটি Wireless access point থাকে যা সাধারণ রাউটারে থাকে না। সাধারণত এই ধরণের রাউইটার বাসা বা ছোট পরিসরের অফিসে Wi-Fi Hotspot তৈরি করতে ব্যবহৃত হয়। বাজারে অনেক ধরণের Wireless Router আছে। তবে এগুলোর মধ্যে সব থেকে জনপ্রিয় Wireless Router হচ্ছে ‘Netgear Wireless Router’। ব্যবহারে তুলনামূলকভাবে সহজ এবং সাশ্রয়ী দামের কারণে এই রাউটারটি এখন অনেকেরই একমাত্র পছন্দ হয়ে উঠেছে। কিন্তু সমস্যা হচ্ছে অনেকেই হয়তো জানেন না যে কিভাবে রাউটারটি সেট আপ দিতে হয়। আজকের এই পোষ্টে আমি কিভাবে Netgear Wireless Router সেট আপ দিতে হয় তা আলোচনা করব। কথা না বাড়িয়ে কাজে নামা যাক-

Netgear Wireless Router এর সাথে আপনি কিছু হার্ডওয়্যার ও কিছু সফটওয়্যার পাবেন; যেমন একটি AC adapter, একটি Blue Ethernet cable, একটি Setup disc। এছাড়াও আরও আনুষাঙ্গিক কিছু জিনিষ থাকে। Set up ডিস্কটিতে আছে Router এর জন্য একটি Smart Installation Wizard। Netgear Wireless Router সেট আপ দেয়ার দুইটি পদ্ধতি আছে; প্রথমটি হচ্ছে Smart Wizard Setup এবং অপরটি Manual Setup।

Smart installation Wizard এর মাধ্যমে সেট আপ দেয়া খুবই সহজ এর জন্য আপনাকে শুধু কয়েকটি ছোট কাজ করতে হবে-

 
  • প্রথমে পিসিতে ডিস্ক insert করে Language অপশন Accept করুন। এবার Next বাটন প্রেস করুন।
  • এখন আপনার সামনে Setup নামের একটি অপশন চলে আসবে। আপনার কাজ শুধু সেটা প্রেস করা। ব্যস !!! কাজ শেষ। এখন স্ক্রীনে কিছু Instruction বা Condition আসতে থাকবে। আপনার কাজ হবে সেগুলো অনুসরণ করে কিছু অপশন ক্লিক করা।

অনেক সময় Smart installation Wizard দিয়ে সেট আপ দেয়া না গেলে Manual Setup এর সাহায্য নিতে হয়। Manual Setup এর জন্য,

  • প্রথমে Router কে ADSL (Broadband Modem) এর সাথে কানেক্ট করুন। ভালো মতো দেখুন রাউটারের পেছনে ADSL কানেক্ট করার জন্য একটি পোর্ট আছে।  তারপর সেটিকে আপনার পিসির সাথে কানেক্ট করুন। আপনার রাউটার এখন পিসির সাথে কানেক্টেড।

netgear-router-setup-answerglobe

  • এবার আপনাকে রাউটারকে কনফিগার করতে হবে। কনফিগার করার জন্য ইন্টারনেট সংযোগ লাগবে। ইন্টারনেট চালু করে রাউটারের সেটিংসে যান তারপর ইন্সট্রাকশন অনুযায়ী কনফিগার করুন। ব্যস কাজ শেষ।

আপনার রাউটার পিসির সাথে কানেক্টেড হয়ে গেছে। এবার রাউটাররের মাধ্যমে Wi-Fi Hotspot তৈরি করতে হলে নীচের ধাপগুলো অনুসরণ করুন-

  • পিসির Power Off করুন।
  • এবার ADSL (Broadband Modem) আনপ্লাগ করুন।
  • এবার আপনার Ethernet Cable (যা দিয়ে মডেম পিসির সাথে কানেক্ট থাকে) এর যে অংশ পিসির সাথে আছে সেটি খুলে ফেলুন।
  • এবার Ethernet Cable টি রাউটারের ইন্টারনেটে পোর্টে কানেক্ট করুন।
  • এবার যে Blue Cable টি আছে তা খুবই সতর্কতার সাথে আপনার রাউটারের LAN Port (LAN Port 1) এর সাথে যুক্ত করুন। Blue Cable এর অপর অংশটি পিসির Ethernet Port এর সাথে যুক্ত করুন।

netgear-router-connect-answerglobe

Wire কানেকশন দেয়া হয়ে গেলে এখন আপনি সবগুলো ডিভাইস ওপেন করুন (পিসি, রাউটার, মডেম)। এক্ষেত্রেও আপনাকে ধারাবাহিকভাবে একটা ক্রম অনুসরণ করতে হবে-

  • প্রথমে DSL Modem ওপেন করুন। দুই মিনিট সময় নিন।
  • এবার Wireless Router এর পাওয়ার কর্ড ও পাওয়ার আউটল্যাটে প্লাগ দিন। কিছুক্ষণ অপেক্ষা করুন।
  • এখন পিসি ওপেন করুন।
  • রাউটারের সিগন্যাল লাইটগুলো ভালো মতো লক্ষ্য করে দেখুন।

সব ঠিক থাকলে আপনাকে এবার রাউটারের সাথে আপনার পিসির কানেকশন তৈরি করতে পারেন। কানেকশন তৈরির জন্য হয় এই লিংকে যান- Netgear Log in নয়তো Netgear Router এর IP Address- 192.168.1.1আপনার ব্রাউজারের এ্যাড্রেস বারে লিখে এন্টার বাটন প্রেস করুন। আপনার সামনে একটা স্ক্রীন আসবে এই স্ক্রীনটি হলো Netgear Router এর লগ ইন করার একটি উইন্ডো। আপনি বেশ কিছু Field দেখবেন যেমন Username, Password ইত্যাদি; সেগুলো fill up করুন।

লগ ইন হয়ে গেলে Next প্রেস করুন। তারপর Done ক্লিক করুন। আপনার Wireless Router এখন Hotspot তৈরি করেছে।

Wireless Router এর প্রতিটা Light Signal বা Icon এর আলাদা আলাদা অর্থ আছে। এই জিনিষগুলো আপনার জানা দরকার-

  • Power Icon রাউটারের Power নির্দেশ করে।
  • Wireless icon, যেটা দেখতে অনেকটা ছোট হাতের ‘d’ এর মতোন, সেটা মূলত টার্ন অন করার নির্দেশনা দেয়।
  • Internet Icon, দেখতে অনেকটা ছোট জ্বলন্ত ম্যাচের মতো, আপনার ইন্টারনেট সংযোগ নির্দেশ করে।
  • LAN Icon, চার নাম্বার আইকন এটি। LAN সংযোগ নির্দেশ করতে এই আইকন ব্যবহার করা হয়।

আশা করি আপনাদের এই গাইডলাইনটি ভালো লেগেছে। তাহলে আর দেরি না করে উপরে বর্ণিত ধাপগুলোর মতোন আপনার Wireless Router সেট আপ দিয়ে কানেক্ট করুন। কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। পোষ্টটি ভালো লাগলে শেয়ার করবেন। বিদায় তাহলে।

- See more at: http://answerglobe.com/networking/2045#sthash.k20IZTmb.dpuf

Netgear Wireless Router সেট আপ দেবেন কিভাবে !



আমরা Wireless Router এর নাম সবাই শুনেছি। এই রাউটারগুলো অন্যান্য সাধারণ রাউটারের মতোই হয় শুধু পার্থক্য এর একটি Wireless access point থাকে যা সাধারণ রাউটারে থাকে না। সাধারণত এই ধরণের রাউইটার বাসা বা ছোট পরিসরের অফিসে Wi-Fi Hotspot তৈরি করতে ব্যবহৃত হয়। বাজারে অনেক ধরণের Wireless Router আছে। তবে এগুলোর মধ্যে সব থেকে জনপ্রিয় Wireless Router হচ্ছে ‘Netgear Wireless Router’। ব্যবহারে তুলনামূলকভাবে সহজ এবং সাশ্রয়ী দামের কারণে এই রাউটারটি এখন অনেকেরই একমাত্র পছন্দ হয়ে উঠেছে। কিন্তু সমস্যা হচ্ছে অনেকেই হয়তো জানেন না যে কিভাবে রাউটারটি সেট আপ দিতে হয়। আজকের এই পোষ্টে আমি কিভাবে Netgear Wireless Router সেট আপ দিতে হয় তা আলোচনা করব। কথা না বাড়িয়ে কাজে নামা যাক-

Netgear Wireless Router এর সাথে আপনি কিছু হার্ডওয়্যার ও কিছু সফটওয়্যার পাবেন; যেমন একটি AC adapter, একটি Blue Ethernet cable, একটি Setup disc। এছাড়াও আরও আনুষাঙ্গিক কিছু জিনিষ থাকে। Set up ডিস্কটিতে আছে Router এর জন্য একটি Smart Installation Wizard। Netgear Wireless Router সেট আপ দেয়ার দুইটি পদ্ধতি আছে; প্রথমটি হচ্ছে Smart Wizard Setup এবং অপরটি Manual Setup।

Smart installation Wizard এর মাধ্যমে সেট আপ দেয়া খুবই সহজ এর জন্য আপনাকে শুধু কয়েকটি ছোট কাজ করতে হবে-

 
  • প্রথমে পিসিতে ডিস্ক insert করে Language অপশন Accept করুন। এবার Next বাটন প্রেস করুন।
  • এখন আপনার সামনে Setup নামের একটি অপশন চলে আসবে। আপনার কাজ শুধু সেটা প্রেস করা। ব্যস !!! কাজ শেষ। এখন স্ক্রীনে কিছু Instruction বা Condition আসতে থাকবে। আপনার কাজ হবে সেগুলো অনুসরণ করে কিছু অপশন ক্লিক করা।

অনেক সময় Smart installation Wizard দিয়ে সেট আপ দেয়া না গেলে Manual Setup এর সাহায্য নিতে হয়। Manual Setup এর জন্য,

  • প্রথমে Router কে ADSL (Broadband Modem) এর সাথে কানেক্ট করুন। ভালো মতো দেখুন রাউটারের পেছনে ADSL কানেক্ট করার জন্য একটি পোর্ট আছে।  তারপর সেটিকে আপনার পিসির সাথে কানেক্ট করুন। আপনার রাউটার এখন পিসির সাথে কানেক্টেড।

netgear-router-setup-answerglobe

  • এবার আপনাকে রাউটারকে কনফিগার করতে হবে। কনফিগার করার জন্য ইন্টারনেট সংযোগ লাগবে। ইন্টারনেট চালু করে রাউটারের সেটিংসে যান তারপর ইন্সট্রাকশন অনুযায়ী কনফিগার করুন। ব্যস কাজ শেষ।

আপনার রাউটার পিসির সাথে কানেক্টেড হয়ে গেছে। এবার রাউটাররের মাধ্যমে Wi-Fi Hotspot তৈরি করতে হলে নীচের ধাপগুলো অনুসরণ করুন-

  • পিসির Power Off করুন।
  • এবার ADSL (Broadband Modem) আনপ্লাগ করুন।
  • এবার আপনার Ethernet Cable (যা দিয়ে মডেম পিসির সাথে কানেক্ট থাকে) এর যে অংশ পিসির সাথে আছে সেটি খুলে ফেলুন।
  • এবার Ethernet Cable টি রাউটারের ইন্টারনেটে পোর্টে কানেক্ট করুন।
  • এবার যে Blue Cable টি আছে তা খুবই সতর্কতার সাথে আপনার রাউটারের LAN Port (LAN Port 1) এর সাথে যুক্ত করুন। Blue Cable এর অপর অংশটি পিসির Ethernet Port এর সাথে যুক্ত করুন।

netgear-router-connect-answerglobe

Wire কানেকশন দেয়া হয়ে গেলে এখন আপনি সবগুলো ডিভাইস ওপেন করুন (পিসি, রাউটার, মডেম)। এক্ষেত্রেও আপনাকে ধারাবাহিকভাবে একটা ক্রম অনুসরণ করতে হবে-

  • প্রথমে DSL Modem ওপেন করুন। দুই মিনিট সময় নিন।
  • এবার Wireless Router এর পাওয়ার কর্ড ও পাওয়ার আউটল্যাটে প্লাগ দিন। কিছুক্ষণ অপেক্ষা করুন।
  • এখন পিসি ওপেন করুন।
  • রাউটারের সিগন্যাল লাইটগুলো ভালো মতো লক্ষ্য করে দেখুন।

সব ঠিক থাকলে আপনাকে এবার রাউটারের সাথে আপনার পিসির কানেকশন তৈরি করতে পারেন। কানেকশন তৈরির জন্য হয় এই লিংকে যান- Netgear Log in নয়তো Netgear Router এর IP Address- 192.168.1.1আপনার ব্রাউজারের এ্যাড্রেস বারে লিখে এন্টার বাটন প্রেস করুন। আপনার সামনে একটা স্ক্রীন আসবে এই স্ক্রীনটি হলো Netgear Router এর লগ ইন করার একটি উইন্ডো। আপনি বেশ কিছু Field দেখবেন যেমন Username, Password ইত্যাদি; সেগুলো fill up করুন।

লগ ইন হয়ে গেলে Next প্রেস করুন। তারপর Done ক্লিক করুন। আপনার Wireless Router এখন Hotspot তৈরি করেছে।

Wireless Router এর প্রতিটা Light Signal বা Icon এর আলাদা আলাদা অর্থ আছে। এই জিনিষগুলো আপনার জানা দরকার-

  • Power Icon রাউটারের Power নির্দেশ করে।
  • Wireless icon, যেটা দেখতে অনেকটা ছোট হাতের ‘d’ এর মতোন, সেটা মূলত টার্ন অন করার নির্দেশনা দেয়।
  • Internet Icon, দেখতে অনেকটা ছোট জ্বলন্ত ম্যাচের মতো, আপনার ইন্টারনেট সংযোগ নির্দেশ করে।
  • LAN Icon, চার নাম্বার আইকন এটি। LAN সংযোগ নির্দেশ করতে এই আইকন ব্যবহার করা হয়।

আশা করি আপনাদের এই গাইডলাইনটি ভালো লেগেছে। তাহলে আর দেরি না করে উপরে বর্ণিত ধাপগুলোর মতোন আপনার Wireless Router সেট আপ দিয়ে কানেক্ট করুন। কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। পোষ্টটি ভালো লাগলে শেয়ার করবেন। বিদায় তাহলে।

- See more at: http://answerglobe.com/networking/2045#sthash.k20IZTmb.dpuf

Netgear Wireless Router সেট আপ দেবেন কিভাবে !



আমরা Wireless Router এর নাম সবাই শুনেছি। এই রাউটারগুলো অন্যান্য সাধারণ রাউটারের মতোই হয় শুধু পার্থক্য এর একটি Wireless access point থাকে যা সাধারণ রাউটারে থাকে না। সাধারণত এই ধরণের রাউইটার বাসা বা ছোট পরিসরের অফিসে Wi-Fi Hotspot তৈরি করতে ব্যবহৃত হয়। বাজারে অনেক ধরণের Wireless Router আছে। তবে এগুলোর মধ্যে সব থেকে জনপ্রিয় Wireless Router হচ্ছে ‘Netgear Wireless Router’। ব্যবহারে তুলনামূলকভাবে সহজ এবং সাশ্রয়ী দামের কারণে এই রাউটারটি এখন অনেকেরই একমাত্র পছন্দ হয়ে উঠেছে। কিন্তু সমস্যা হচ্ছে অনেকেই হয়তো জানেন না যে কিভাবে রাউটারটি সেট আপ দিতে হয়। আজকের এই পোষ্টে আমি কিভাবে Netgear Wireless Router সেট আপ দিতে হয় তা আলোচনা করব। কথা না বাড়িয়ে কাজে নামা যাক-

Netgear Wireless Router এর সাথে আপনি কিছু হার্ডওয়্যার ও কিছু সফটওয়্যার পাবেন; যেমন একটি AC adapter, একটি Blue Ethernet cable, একটি Setup disc। এছাড়াও আরও আনুষাঙ্গিক কিছু জিনিষ থাকে। Set up ডিস্কটিতে আছে Router এর জন্য একটি Smart Installation Wizard। Netgear Wireless Router সেট আপ দেয়ার দুইটি পদ্ধতি আছে; প্রথমটি হচ্ছে Smart Wizard Setup এবং অপরটি Manual Setup।

Smart installation Wizard এর মাধ্যমে সেট আপ দেয়া খুবই সহজ এর জন্য আপনাকে শুধু কয়েকটি ছোট কাজ করতে হবে-

 
  • প্রথমে পিসিতে ডিস্ক insert করে Language অপশন Accept করুন। এবার Next বাটন প্রেস করুন।
  • এখন আপনার সামনে Setup নামের একটি অপশন চলে আসবে। আপনার কাজ শুধু সেটা প্রেস করা। ব্যস !!! কাজ শেষ। এখন স্ক্রীনে কিছু Instruction বা Condition আসতে থাকবে। আপনার কাজ হবে সেগুলো অনুসরণ করে কিছু অপশন ক্লিক করা।

অনেক সময় Smart installation Wizard দিয়ে সেট আপ দেয়া না গেলে Manual Setup এর সাহায্য নিতে হয়। Manual Setup এর জন্য,

  • প্রথমে Router কে ADSL (Broadband Modem) এর সাথে কানেক্ট করুন। ভালো মতো দেখুন রাউটারের পেছনে ADSL কানেক্ট করার জন্য একটি পোর্ট আছে।  তারপর সেটিকে আপনার পিসির সাথে কানেক্ট করুন। আপনার রাউটার এখন পিসির সাথে কানেক্টেড।

netgear-router-setup-answerglobe

  • এবার আপনাকে রাউটারকে কনফিগার করতে হবে। কনফিগার করার জন্য ইন্টারনেট সংযোগ লাগবে। ইন্টারনেট চালু করে রাউটারের সেটিংসে যান তারপর ইন্সট্রাকশন অনুযায়ী কনফিগার করুন। ব্যস কাজ শেষ।

আপনার রাউটার পিসির সাথে কানেক্টেড হয়ে গেছে। এবার রাউটাররের মাধ্যমে Wi-Fi Hotspot তৈরি করতে হলে নীচের ধাপগুলো অনুসরণ করুন-

  • পিসির Power Off করুন।
  • এবার ADSL (Broadband Modem) আনপ্লাগ করুন।
  • এবার আপনার Ethernet Cable (যা দিয়ে মডেম পিসির সাথে কানেক্ট থাকে) এর যে অংশ পিসির সাথে আছে সেটি খুলে ফেলুন।
  • এবার Ethernet Cable টি রাউটারের ইন্টারনেটে পোর্টে কানেক্ট করুন।
  • এবার যে Blue Cable টি আছে তা খুবই সতর্কতার সাথে আপনার রাউটারের LAN Port (LAN Port 1) এর সাথে যুক্ত করুন। Blue Cable এর অপর অংশটি পিসির Ethernet Port এর সাথে যুক্ত করুন।

netgear-router-connect-answerglobe

Wire কানেকশন দেয়া হয়ে গেলে এখন আপনি সবগুলো ডিভাইস ওপেন করুন (পিসি, রাউটার, মডেম)। এক্ষেত্রেও আপনাকে ধারাবাহিকভাবে একটা ক্রম অনুসরণ করতে হবে-

  • প্রথমে DSL Modem ওপেন করুন। দুই মিনিট সময় নিন।
  • এবার Wireless Router এর পাওয়ার কর্ড ও পাওয়ার আউটল্যাটে প্লাগ দিন। কিছুক্ষণ অপেক্ষা করুন।
  • এখন পিসি ওপেন করুন।
  • রাউটারের সিগন্যাল লাইটগুলো ভালো মতো লক্ষ্য করে দেখুন।

সব ঠিক থাকলে আপনাকে এবার রাউটারের সাথে আপনার পিসির কানেকশন তৈরি করতে পারেন। কানেকশন তৈরির জন্য হয় এই লিংকে যান- Netgear Log in নয়তো Netgear Router এর IP Address- 192.168.1.1আপনার ব্রাউজারের এ্যাড্রেস বারে লিখে এন্টার বাটন প্রেস করুন। আপনার সামনে একটা স্ক্রীন আসবে এই স্ক্রীনটি হলো Netgear Router এর লগ ইন করার একটি উইন্ডো। আপনি বেশ কিছু Field দেখবেন যেমন Username, Password ইত্যাদি; সেগুলো fill up করুন।

লগ ইন হয়ে গেলে Next প্রেস করুন। তারপর Done ক্লিক করুন। আপনার Wireless Router এখন Hotspot তৈরি করেছে।

Wireless Router এর প্রতিটা Light Signal বা Icon এর আলাদা আলাদা অর্থ আছে। এই জিনিষগুলো আপনার জানা দরকার-

  • Power Icon রাউটারের Power নির্দেশ করে।
  • Wireless icon, যেটা দেখতে অনেকটা ছোট হাতের ‘d’ এর মতোন, সেটা মূলত টার্ন অন করার নির্দেশনা দেয়।
  • Internet Icon, দেখতে অনেকটা ছোট জ্বলন্ত ম্যাচের মতো, আপনার ইন্টারনেট সংযোগ নির্দেশ করে।
  • LAN Icon, চার নাম্বার আইকন এটি। LAN সংযোগ নির্দেশ করতে এই আইকন ব্যবহার করা হয়।

আশা করি আপনাদের এই গাইডলাইনটি ভালো লেগেছে। তাহলে আর দেরি না করে উপরে বর্ণিত ধাপগুলোর মতোন আপনার Wireless Router সেট আপ দিয়ে কানেক্ট করুন। কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। পোষ্টটি ভালো লাগলে শেয়ার করবেন। বিদায় তাহলে।

- See more at: http://answerglobe.com/networking/2045#sthash.k20IZTmb.dpuf

Netgear Wireless Router সেট আপ দেবেন কিভাবে !



আমরা Wireless Router এর নাম সবাই শুনেছি। এই রাউটারগুলো অন্যান্য সাধারণ রাউটারের মতোই হয় শুধু পার্থক্য এর একটি Wireless access point থাকে যা সাধারণ রাউটারে থাকে না। সাধারণত এই ধরণের রাউইটার বাসা বা ছোট পরিসরের অফিসে Wi-Fi Hotspot তৈরি করতে ব্যবহৃত হয়। বাজারে অনেক ধরণের Wireless Router আছে। তবে এগুলোর মধ্যে সব থেকে জনপ্রিয় Wireless Router হচ্ছে ‘Netgear Wireless Router’। ব্যবহারে তুলনামূলকভাবে সহজ এবং সাশ্রয়ী দামের কারণে এই রাউটারটি এখন অনেকেরই একমাত্র পছন্দ হয়ে উঠেছে। কিন্তু সমস্যা হচ্ছে অনেকেই হয়তো জানেন না যে কিভাবে রাউটারটি সেট আপ দিতে হয়। আজকের এই পোষ্টে আমি কিভাবে Netgear Wireless Router সেট আপ দিতে হয় তা আলোচনা করব। কথা না বাড়িয়ে কাজে নামা যাক-

Netgear Wireless Router এর সাথে আপনি কিছু হার্ডওয়্যার ও কিছু সফটওয়্যার পাবেন; যেমন একটি AC adapter, একটি Blue Ethernet cable, একটি Setup disc। এছাড়াও আরও আনুষাঙ্গিক কিছু জিনিষ থাকে। Set up ডিস্কটিতে আছে Router এর জন্য একটি Smart Installation Wizard। Netgear Wireless Router সেট আপ দেয়ার দুইটি পদ্ধতি আছে; প্রথমটি হচ্ছে Smart Wizard Setup এবং অপরটি Manual Setup।

Smart installation Wizard এর মাধ্যমে সেট আপ দেয়া খুবই সহজ এর জন্য আপনাকে শুধু কয়েকটি ছোট কাজ করতে হবে-

 
  • প্রথমে পিসিতে ডিস্ক insert করে Language অপশন Accept করুন। এবার Next বাটন প্রেস করুন।
  • এখন আপনার সামনে Setup নামের একটি অপশন চলে আসবে। আপনার কাজ শুধু সেটা প্রেস করা। ব্যস !!! কাজ শেষ। এখন স্ক্রীনে কিছু Instruction বা Condition আসতে থাকবে। আপনার কাজ হবে সেগুলো অনুসরণ করে কিছু অপশন ক্লিক করা।

অনেক সময় Smart installation Wizard দিয়ে সেট আপ দেয়া না গেলে Manual Setup এর সাহায্য নিতে হয়। Manual Setup এর জন্য,

  • প্রথমে Router কে ADSL (Broadband Modem) এর সাথে কানেক্ট করুন। ভালো মতো দেখুন রাউটারের পেছনে ADSL কানেক্ট করার জন্য একটি পোর্ট আছে।  তারপর সেটিকে আপনার পিসির সাথে কানেক্ট করুন। আপনার রাউটার এখন পিসির সাথে কানেক্টেড।

netgear-router-setup-answerglobe

  • এবার আপনাকে রাউটারকে কনফিগার করতে হবে। কনফিগার করার জন্য ইন্টারনেট সংযোগ লাগবে। ইন্টারনেট চালু করে রাউটারের সেটিংসে যান তারপর ইন্সট্রাকশন অনুযায়ী কনফিগার করুন। ব্যস কাজ শেষ।

আপনার রাউটার পিসির সাথে কানেক্টেড হয়ে গেছে। এবার রাউটাররের মাধ্যমে Wi-Fi Hotspot তৈরি করতে হলে নীচের ধাপগুলো অনুসরণ করুন-

  • পিসির Power Off করুন।
  • এবার ADSL (Broadband Modem) আনপ্লাগ করুন।
  • এবার আপনার Ethernet Cable (যা দিয়ে মডেম পিসির সাথে কানেক্ট থাকে) এর যে অংশ পিসির সাথে আছে সেটি খুলে ফেলুন।
  • এবার Ethernet Cable টি রাউটারের ইন্টারনেটে পোর্টে কানেক্ট করুন।
  • এবার যে Blue Cable টি আছে তা খুবই সতর্কতার সাথে আপনার রাউটারের LAN Port (LAN Port 1) এর সাথে যুক্ত করুন। Blue Cable এর অপর অংশটি পিসির Ethernet Port এর সাথে যুক্ত করুন।

netgear-router-connect-answerglobe

Wire কানেকশন দেয়া হয়ে গেলে এখন আপনি সবগুলো ডিভাইস ওপেন করুন (পিসি, রাউটার, মডেম)। এক্ষেত্রেও আপনাকে ধারাবাহিকভাবে একটা ক্রম অনুসরণ করতে হবে-

  • প্রথমে DSL Modem ওপেন করুন। দুই মিনিট সময় নিন।
  • এবার Wireless Router এর পাওয়ার কর্ড ও পাওয়ার আউটল্যাটে প্লাগ দিন। কিছুক্ষণ অপেক্ষা করুন।
  • এখন পিসি ওপেন করুন।
  • রাউটারের সিগন্যাল লাইটগুলো ভালো মতো লক্ষ্য করে দেখুন।

সব ঠিক থাকলে আপনাকে এবার রাউটারের সাথে আপনার পিসির কানেকশন তৈরি করতে পারেন। কানেকশন তৈরির জন্য হয় এই লিংকে যান- Netgear Log in নয়তো Netgear Router এর IP Address- 192.168.1.1আপনার ব্রাউজারের এ্যাড্রেস বারে লিখে এন্টার বাটন প্রেস করুন। আপনার সামনে একটা স্ক্রীন আসবে এই স্ক্রীনটি হলো Netgear Router এর লগ ইন করার একটি উইন্ডো। আপনি বেশ কিছু Field দেখবেন যেমন Username, Password ইত্যাদি; সেগুলো fill up করুন।

লগ ইন হয়ে গেলে Next প্রেস করুন। তারপর Done ক্লিক করুন। আপনার Wireless Router এখন Hotspot তৈরি করেছে।

Wireless Router এর প্রতিটা Light Signal বা Icon এর আলাদা আলাদা অর্থ আছে। এই জিনিষগুলো আপনার জানা দরকার-

  • Power Icon রাউটারের Power নির্দেশ করে।
  • Wireless icon, যেটা দেখতে অনেকটা ছোট হাতের ‘d’ এর মতোন, সেটা মূলত টার্ন অন করার নির্দেশনা দেয়।
  • Internet Icon, দেখতে অনেকটা ছোট জ্বলন্ত ম্যাচের মতো, আপনার ইন্টারনেট সংযোগ নির্দেশ করে।
  • LAN Icon, চার নাম্বার আইকন এটি। LAN সংযোগ নির্দেশ করতে এই আইকন ব্যবহার করা হয়।

আশা করি আপনাদের এই গাইডলাইনটি ভালো লেগেছে। তাহলে আর দেরি না করে উপরে বর্ণিত ধাপগুলোর মতোন আপনার Wireless Router সেট আপ দিয়ে কানেক্ট করুন। কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। পোষ্টটি ভালো লাগলে শেয়ার করবেন। বিদায় তাহলে।

- See more at: http://answerglobe.com/networking/2045#sthash.k20IZTmb.dpuf
 
 
Today, there have been 8 visitors (14 hits) on this page!
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free